Pages

Friday, May 1, 2015

কিছু পাওয়া শুধুই স্মৃতি

জীবন চলার পথে কখনো কখনো এমন কিছু না চাইতেই পাওয়া যায় । মায়ার জালে আবদ্ধ করতে থাকে ধিরে ধিরে । নিয়মের সীমাবদ্ধতা থাকার কারনে এই মায়ার জাল এক সময় ত্যাগ করে ফিরে যেতে হয় নতুন কোন অজানা উদ্দেশে । আসলে দুনিয়ার প্রায় সব কিছুই এক সময় স্মৃতিময় অতীত হয়ে পরে থাকবে । তাহলে কেন এই মায়ার বন্ধন, কেনই বা তা এক সময় শুধুই অতীত হবে । জীবনের সমীকরণ মেলানো বড়ই কঠিন ব্যাপার ।

Saturday, April 4, 2015

ভালোবাসা কখনো পুরনো হয়না

ভার্সিটি থেকে বাসায় ফিরছিলাম, রিক্সা থেকে নেমে দেখলাম এমন একটা দৃশ্য । মুহুর্তেই কেমেরা বন্ধি করে ফেলি । প্রথমে ভেবেছিলাম হয়তো দুজন ভিক্ষুক হবে । কিন্তু না, কাছে থেকে দেখলাম ৬৫ থেকে ৭০ ঊর্ধ্ব মানুষ দুটি কেউই ভিক্ষুক না । বৃদ্ধা মহিলাটার হাতে ছিল এক গাদা ওষুধ সহ ব্যাগ । বুঝতে বাকি রইলনা যে বৃদ্ধা মহিলাটি অসুস্থ । তাদের দেখে কেমন যেন ভাবতে অবাক লাগলো, বৃদ্ধ বয়সে কত কষ্ট করে স্ত্রীর সেবা করে যাচ্ছেন মহৎ এই বেক্তিটি । আসলে প্রকিত ভালোবাসা যে কখনো পুরনো হয়ে যায়না, তারা দুজন এর উজ্জ্বল দৃষ্টান্ত । এমনটা হয়তো খুব একটা চোখে পরার মত নয় যে, বৃদ্ধ অবস্থায় জীবনের শেষ

Wednesday, January 28, 2015

চলুন দেশের জন্য কিছু করি ।

একটু ভাবুনতো, প্রায়ই আমরা একটি কথা বলে থাকি “এই দেশ আমাকে কিছুই দেয়নি” এই কথাটা আমার কাছে হাস্যকর মনে হল । আমি চিন্তা করলাম দেশ এর কি তাহলে দুইটা হাত আছে? আর সেই হাত থেকে আমরা কিছু আশা করি? 
একজন সুস্থ মস্তিষ্কের মানুষ হয়ে ভাবুনতো, দেশ আপনাকে কিভাবে দিবে? 
আমার মতে কোন দেশকে সংজ্ঞায়িত করলে যেটা দ্বারায়, “সমগ্র জাতি মিলে গঠিত হয় একটি দেশ” । দেশ এর মানুষ গুলোই সেই দেশটাকে পরিচালনা করে থাকে এবং সেই মানুষ গুলোই দেশ এর সম্পদ ভোগ করে থাকে । 

Wednesday, January 7, 2015

ওরা আমাদেরই মত, বাঁচবও এক সঙ্গে

সাচ্ছন্দে বেঁচে থাকাটা প্রতিটি মানুষের কাম্য । যখন সেই সম্ভাবনা কারো পক্ষে প্রায় অনিশ্চিত হয়ে উঠে, তখন আপনার আমার সকলের উচিৎ তাদের পাশে দাঁড়ানো । দেশ গড়ার প্রত্যয় নিয়ে চলুন তাদের দিকে বাড়িয়ে দেই সাহায্যের হাত । একটি মুখের হাঁসি ফোটানো হয়তো আপনার মনুষ্যত্ব বিকাশে সহায়ক হবে । 

Friday, December 5, 2014

দরিদ্রকে নির্মূল নয়, বরং দারিদ্রতাকে নির্মূল করতে হবে

আমি তখন ক্লাস সেভেনে । সকাল ১১.৩০ এ স্কুল ছুটি হয়েছে । তরি ঘড়ি করে বাসায় ফিরছি, কারন এমনিতেই প্রচণ্ড ক্ষুধা তার ওপর আবার দুপুর ১.০০ টায় ক্রিকেট ম্যাচ । চৈত্রের প্রচণ্ড ক্ষরায় সাইকেল চালিয়ে বাসায় ফিরছিলামপরিচিত এক হুজুরের সাথে দেখা, সে পাশ দিয়েই যাচ্ছিল । সালাম দিলাম তাকে, উত্তরটা দিলেন তিনি না চেনার ভঙ্গিতেকিছুক্ষণ পর তিনি আমার দিকে অবাক দৃষ্টিতে তাকালেন এবং বললেন, ‘তুমি আমাদের সারোয়ার না?’মজা করে বললাম, ‘দেখে কি অন্য কেউ মনেহয়?’পরক্ষনে তিনি বললেন যে, আমাকে নাকি দেখে চেনার উপায় ছিলনা । প্রচণ্ড খরায়

Monday, December 1, 2014

মানুষকে নিয়ে আমরা যেন আর ঠাট্টা বিদ্রুপ না করি

বর্তমান পৃথিবীটা একটা প্রতিযোগিতার ময়দান । এখানে মানুষকে টিকে থাকতে হলে প্রতিনিয়তই সম্মুখিন হতেহয় নানা রকম প্রতিকূল পরিস্থিথির । মানুষ যে যার অবস্থান নিয়ে বেস্ত । কখনো আমরা মানুষের সরলতাকে নিজেদের প্রয়োজনে ব্যাবহার করে থাকি ।

কোন মানুষ সরল প্রকিতির হতেই পারে, তাইবলে তাকে বোকা বলা ঠিক না । সে যদি সরল হয়ে মানুষের ক্ষতি না করে, তাহলে কেনই বা আমরা তাকে নিয়ে বিদ্রুপ করবো ।


বোকা মানুষ দেখলেই আমরা অনেক সময় বলে থাকি, “এটা একটা খেত” ।

ভ্যালেন্টাইন কবিতা

- ওহে ১৪ ই ফেব্রুয়ারি,

তুমি মোর আশা, তুমি মোর স্বপ্ন ।
- কত ফেব্রুয়ারি এল গেল,
ভালোবাসা শুধু স্বপ্নই রয়ে গেল ।
- চেয়ে আছি আমি, আসবে বলে তুমি,
ধরবে এ দুটি হাত ।

দারিদ্রতা মানুষের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ

আপনি দারিদ্রতা দেখেননি ?


তাহলে আমি বলব, আপনি দুনিয়া দেখেননি এবং বেঁচে থাকার মানে কি আপনি বুঝবেননা ।
আপনাকে দরিদ্র হতে বলছিনা, অন্তত দারিদ্রতার স্বাদ টুকু নিন কয়েক দিনের জন্য । তাহলে হয়ত কিছুটা ধারনা মিলবে ।

এখানে মানুষ শুধু মাত্র বেঁচে থাকার আশ্বাস নিয়ে জীবিকা নির্বাহ করে । তাদের নেই কোন

অপেক্ষমান প্রেম

অপেক্ষমান প্রেম

একটা মেয়ে বেশ কিছুদিন যাবৎ আমাকে ফলো করছিল । একদিন সাহস করে বললাম , আপনি কি কিছু বলবেন ? মুচকি হেসে বলে, “কই নাতো” । আমি আর কিছু না বলে চলে আসলাম । আবার সেই একই কাহিনি, তবে এবার আর কিছু বলা হয়নি । অনেক দিন পর আমার জিপি নাম্বারে এসএমএস পেলাম, লেখা “হা কিছু বলবো” শুধু এটুকুই লেখা । এসএমএস দেখে আমার আর চিনতে বাকি রইলনা । রিপ্লে দিলাম ‘বলুন আমি শুনবো’ । আমার ফেসবুক আইডি চাইলে আমি বলে দেই, এখন না পরে দেব । আমাকে প্রতিদিন এসএমএস করে, এভাবে চলতে থাকে প্রায় ১৫ দিন ।

পৃথিবীটা একটা অভিনয়ের মঞ্চ

বর্তমান পৃথিবীটা একটা অভিনয়ের মঞ্চ, এখানে সবার সাথে বলা চলে অভিনয় করে চলতে হয় । তবে আপনি যদি অভিনয়ে ভাল দক্ষতা দেখাতে পারেন, তাহলে মানুষ আপনাকে বাহবা দিবে এবং না হলে তার উলটোটা । আসলে কথাটা আমি সেভাবে বলিনি । এখানে ভাল মানুষ গুলকে সঠিক ভাবে মূল্যায়ন করা হয়না ।
তারাই সবার কাছে মূল্যাইত হয়, যারা কিনা সর্বচ্চ মিথ্যা এবং অসদুপায় অবলম্বন করে মানুষের সামনে নিজেকে তুলে ধরে ।