Pages

Friday, May 1, 2015

কিছু পাওয়া শুধুই স্মৃতি

জীবন চলার পথে কখনো কখনো এমন কিছু না চাইতেই পাওয়া যায় । মায়ার জালে আবদ্ধ করতে থাকে ধিরে ধিরে । নিয়মের সীমাবদ্ধতা থাকার কারনে এই মায়ার জাল এক সময় ত্যাগ করে ফিরে যেতে হয় নতুন কোন অজানা উদ্দেশে । আসলে দুনিয়ার প্রায় সব কিছুই এক সময় স্মৃতিময় অতীত হয়ে পরে থাকবে । তাহলে কেন এই মায়ার বন্ধন, কেনই বা তা এক সময় শুধুই অতীত হবে । জীবনের সমীকরণ মেলানো বড়ই কঠিন ব্যাপার ।
চাতক পাখি এক ফোটা বৃষ্টির পানির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে, আমি চাইনা বৃষ্টির পানির ন্যায় চাতক পাখির অধীর অপেক্ষার কোন কিছু হতে । কারন আমি নিয়মের বন্ধনে আবদ্ধ এক মানুষ ।


====== © Sarwar Hossain

No comments:

Post a Comment