Pages

Showing posts with label সামাজিক দ্বায় বদ্ধতা. Show all posts
Showing posts with label সামাজিক দ্বায় বদ্ধতা. Show all posts

Wednesday, January 28, 2015

চলুন দেশের জন্য কিছু করি ।

একটু ভাবুনতো, প্রায়ই আমরা একটি কথা বলে থাকি “এই দেশ আমাকে কিছুই দেয়নি” এই কথাটা আমার কাছে হাস্যকর মনে হল । আমি চিন্তা করলাম দেশ এর কি তাহলে দুইটা হাত আছে? আর সেই হাত থেকে আমরা কিছু আশা করি? 
একজন সুস্থ মস্তিষ্কের মানুষ হয়ে ভাবুনতো, দেশ আপনাকে কিভাবে দিবে? 
আমার মতে কোন দেশকে সংজ্ঞায়িত করলে যেটা দ্বারায়, “সমগ্র জাতি মিলে গঠিত হয় একটি দেশ” । দেশ এর মানুষ গুলোই সেই দেশটাকে পরিচালনা করে থাকে এবং সেই মানুষ গুলোই দেশ এর সম্পদ ভোগ করে থাকে । 

Wednesday, January 7, 2015

ওরা আমাদেরই মত, বাঁচবও এক সঙ্গে

সাচ্ছন্দে বেঁচে থাকাটা প্রতিটি মানুষের কাম্য । যখন সেই সম্ভাবনা কারো পক্ষে প্রায় অনিশ্চিত হয়ে উঠে, তখন আপনার আমার সকলের উচিৎ তাদের পাশে দাঁড়ানো । দেশ গড়ার প্রত্যয় নিয়ে চলুন তাদের দিকে বাড়িয়ে দেই সাহায্যের হাত । একটি মুখের হাঁসি ফোটানো হয়তো আপনার মনুষ্যত্ব বিকাশে সহায়ক হবে ।