Pages

Monday, December 1, 2014

দারিদ্রতা মানুষের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ

আপনি দারিদ্রতা দেখেননি ?


তাহলে আমি বলব, আপনি দুনিয়া দেখেননি এবং বেঁচে থাকার মানে কি আপনি বুঝবেননা ।
আপনাকে দরিদ্র হতে বলছিনা, অন্তত দারিদ্রতার স্বাদ টুকু নিন কয়েক দিনের জন্য । তাহলে হয়ত কিছুটা ধারনা মিলবে ।

এখানে মানুষ শুধু মাত্র বেঁচে থাকার আশ্বাস নিয়ে জীবিকা নির্বাহ করে । তাদের নেই কোন

অর্থ বিত্তের লালসা, জীবন মানেই তাদের বেঁচে থাকা ।  বেঁচে থাকার এই সংগ্রাম যে কতটুকু কষ্টসাধ্য তার উত্তর শুধু এখানেই মিলবে । ছোট্ট একটা উদাহরণ সরূপ, ধনি লোকেরা খাবার বেশি হলে ফেলে দেয় ডাস্টবিনে অথচ একজন পথ শিশু খাবারের তাড়নায় রাস্তায় ঘুরে খবরের কাগজ বিক্রি করে জীবিকা নির্বাহ করে  । হয়ত এমন হাজারো উদাহরণ বলে শেষ করার নয় । আমি বলছিনা আপনি দারিদ্রতাকে আলিঙ্গন করেন । জীবনে শাচ্ছন্দে বেঁচে থাকাটাই সকলের কাম্য । তবে বেঁচে থাকার তাগিদে জীবনের বড় সংগ্রাম দারিদ্রতা, এটা অনস্বীকার্য ।

====== © Sarwar Hossain

No comments:

Post a Comment